ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নওগাঁ জেলাসহ বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী,পুলিশ, প্রশাসন ও আনসারসহ বিভিন্ন বাহিনীর যৌথ টহল শুরু 

উজ্জ্বল কুমার সরকার জেলা প্রতিনিধি নওগাঁঃ  প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম এর দিক নির্দেশনায় জনাব মোঃ গাজিউর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এর নেতৃত্বে নওগাঁ শহর এলাকায় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও আনসারসহ বিভিন্ন বাহিনীর যৌথ টহল শুরু হয়েছে। এছাড়াও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নওগাঁ জেলার সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জ তাদের নিজ নিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন ব্যক্তি এবং যানবাহন চেক করা হচ্ছে যাতে দুষ্কৃতকারীরা কোন অপরাধ সংঘটিত করতে না পারে। পুলিশ সুপার মহোদয় সকলকে পেশাদারিত্বের সহিত অভিযান পরিচালনা করার আহ্বান জানান।