প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ জেলাসহ বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী,পুলিশ, প্রশাসন ও আনসারসহ বিভিন্ন বাহিনীর যৌথ টহল শুরু 

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম এর দিক নির্দেশনায় জনাব মোঃ গাজিউর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এর নেতৃত্বে নওগাঁ শহর এলাকায় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও আনসারসহ বিভিন্ন বাহিনীর যৌথ টহল শুরু হয়েছে। এছাড়াও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নওগাঁ জেলার সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জ তাদের নিজ নিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন ব্যক্তি এবং যানবাহন চেক করা হচ্ছে যাতে দুষ্কৃতকারীরা কোন অপরাধ সংঘটিত করতে না পারে। পুলিশ সুপার মহোদয় সকলকে পেশাদারিত্বের সহিত অভিযান পরিচালনা করার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন