ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

লালপুরে বৃদ্ধা রেজিয়ার রহস্যজনক মৃত্যু আটক ছেলে

এ জেড সুজন মাহমুদ, নাটোর প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৩:০৮ অপরাহ্ণ

লালপুরে বৃদ্ধা রেজিয়ার রহস্যজনক মৃত্যু আটক ছেলে
নাটোরের লালপুরে রেজিয়া(৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৬) কে আটক করেছে পুলিশ। উপজেলার কলসনগর কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই এলাকার মৃত মকছেদ মন্ডলের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রেজিয়ার স্বামী মারা যাওয়ার পর থেকে জমি নিয়ে তার ছেলে ও ছেলের বৌয়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। মনমালিন্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বৃদ্ধা রেজিয়া। এবিষয়ে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা রোজিনা খাতুন বলেন,মরহুমের মেয়ের অভিযোগ তার ভাই ও ভাবীর কারণে তার মা আত্মহত্যা করেছে। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।