প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

লালপুরে বৃদ্ধা রেজিয়ার রহস্যজনক মৃত্যু আটক ছেলে

লালপুরে বৃদ্ধা রেজিয়ার রহস্যজনক মৃত্যু আটক ছেলে
নাটোরের লালপুরে রেজিয়া(৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৬) কে আটক করেছে পুলিশ। উপজেলার কলসনগর কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই এলাকার মৃত মকছেদ মন্ডলের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রেজিয়ার স্বামী মারা যাওয়ার পর থেকে জমি নিয়ে তার ছেলে ও ছেলের বৌয়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। মনমালিন্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বৃদ্ধা রেজিয়া। এবিষয়ে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা রোজিনা খাতুন বলেন,মরহুমের মেয়ের অভিযোগ তার ভাই ও ভাবীর কারণে তার মা আত্মহত্যা করেছে। এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন