ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

হাওর গবেষক সজল কান্তি ভারতে সম্মাননায় ভূষিত

অমৃতজ্যোতি(মধ্যনগর),সুনামগঞ্জ: প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ

হাওর গবেষক সজল কান্তি ভারতে সম্মাননায় ভূষিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতি সন্তান হাওর গবেষক ভারতের দুটি সংগঠনের কতৃক মানপত্র সম্মাননায় ভূষিত হয়েছেন।একাধিক গ্রন্থ প্রণেতা ও কবি সজল কান্তি সরকার জাতীয় লোকসংস্কৃতি পরিষদ ভারতের কলকাতা ও রবিবারের সাহিত্য আড্ডা,করিমগঞ্জ আসাম এর পক্ষ থেকে এ মানপত্র গ্রহন করেন। ৮ অক্টোবর’২৩ বাৎসরিক সেমিনারে হাওর গবেষক সজল কান্তি সরকার’কে ভারতে আমন্ত্রণ জানানো হয়।তিনি এতে বাংলাদেশের পক্ষ থেকে “হাওর বিষয়ক” প্রবন্ধ পাঠ করেন।এর প্রেক্ষিতে সম্মাননা স্মারক মানপত্র প্রদান করা হয়। মানপত্র গ্রহণ ও মোমবাতি প্রজ্জ্বলন কালে হাওর গবেষক কবি সজল কান্তি সরকার বাংলাদেশের সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।