প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

হাওর গবেষক সজল কান্তি ভারতে সম্মাননায় ভূষিত

হাওর গবেষক সজল কান্তি ভারতে সম্মাননায় ভূষিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কৃতি সন্তান হাওর গবেষক ভারতের দুটি সংগঠনের কতৃক মানপত্র সম্মাননায় ভূষিত হয়েছেন।একাধিক গ্রন্থ প্রণেতা ও কবি সজল কান্তি সরকার জাতীয় লোকসংস্কৃতি পরিষদ ভারতের কলকাতা ও রবিবারের সাহিত্য আড্ডা,করিমগঞ্জ আসাম এর পক্ষ থেকে এ মানপত্র গ্রহন করেন। ৮ অক্টোবর’২৩ বাৎসরিক সেমিনারে হাওর গবেষক সজল কান্তি সরকার’কে ভারতে আমন্ত্রণ জানানো হয়।তিনি এতে বাংলাদেশের পক্ষ থেকে “হাওর বিষয়ক” প্রবন্ধ পাঠ করেন।এর প্রেক্ষিতে সম্মাননা স্মারক মানপত্র প্রদান করা হয়। মানপত্র গ্রহণ ও মোমবাতি প্রজ্জ্বলন কালে হাওর গবেষক কবি সজল কান্তি সরকার বাংলাদেশের সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং উক্ত প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন