ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
ডাঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল নৌকা বাইচ খেলার আয়োজন করা হইয়াছে।উক্ত নৌকা বাইচ খেলায় পাঁচপুর একতা এক্সপ্রেস,নয় নম্বরের নয়নমণি,দয়ালেরতরী ও নয়নমণি নৌকা অংশ গ্রহন করবে।উক্ত খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ই অক্টোম্বর ২০২৩ইং রোজ: বুধবার দুপুর ২.০০ ঘটিকা হইতে।খেলার স্থান: নুনদহ ঘাটের উজানে ডাঙ্গাপাড়া সংলগ্ন,করতোয়া নদীতে খেলা পরিচালিত হবে।প্রথম পুরস্কার হিসাবে থাকবে একটি গরু,২য় পুরস্কার ১টি খাঁসি ও ৩য় পুরস্কার হিসেবে থাকবে আরো ১টি খাঁসি।উক্ত খেলা দেখার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রন করেছেন ।
আপনার মতামত লিখুন :