প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আগামী ১৮ই অক্টোম্বর রানীগঞ্জ নৌকা বাইচ ফাইনাল খেলা

ডাঙ্গাপাড়া যুব  সমাজের উদ্যোগে এক বিশাল নৌকা বাইচ খেলার আয়োজন করা হইয়াছে।উক্ত নৌকা বাইচ খেলায় পাঁচপুর একতা এক্সপ্রেস,নয় নম্বরের নয়নমণি,দয়ালেরতরী ও নয়নমণি নৌকা অংশ গ্রহন করবে।উক্ত খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ই অক্টোম্বর ২০২৩ইং রোজ: বুধবার দুপুর ২.০০ ঘটিকা হইতে।খেলার স্থান: নুনদহ ঘাটের উজানে ডাঙ্গাপাড়া সংলগ্ন,করতোয়া নদীতে খেলা পরিচালিত হবে।প্রথম পুরস্কার হিসাবে থাকবে একটি গরু,২য় পুরস্কার ১টি খাঁসি ও ৩য় পুরস্কার হিসেবে থাকবে আরো ১টি খাঁসি।উক্ত খেলা দেখার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রন করেছেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন