প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আগামী ১৮ই অক্টোম্বর রানীগঞ্জ নৌকা বাইচ ফাইনাল খেলা

ডাঙ্গাপাড়া যুব  সমাজের উদ্যোগে এক বিশাল নৌকা বাইচ খেলার আয়োজন করা হইয়াছে।উক্ত নৌকা বাইচ খেলায় পাঁচপুর একতা এক্সপ্রেস,নয় নম্বরের নয়নমণি,দয়ালেরতরী ও নয়নমণি নৌকা অংশ গ্রহন করবে।উক্ত খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ই অক্টোম্বর ২০২৩ইং রোজ: বুধবার দুপুর ২.০০ ঘটিকা হইতে।খেলার স্থান: নুনদহ ঘাটের উজানে ডাঙ্গাপাড়া সংলগ্ন,করতোয়া নদীতে খেলা পরিচালিত হবে।প্রথম পুরস্কার হিসাবে থাকবে একটি গরু,২য় পুরস্কার ১টি খাঁসি ও ৩য় পুরস্কার হিসেবে থাকবে আরো ১টি খাঁসি।উক্ত খেলা দেখার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রন করেছেন ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন