ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নবাগত পুলিশ সুপার শহীদ আবু সাঈদের সমাধিস্থলে সালাম ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করলেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ

মাটি মামুন রংপুর : গত ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে সালাম ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশলাদি ও মত বিনিময় করেন।  এসময় সেখানে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রংপুর; মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, রংপুরসহ পীরগঞ্জ উপজেলার বাবনপুর(জাফরপাড়া) এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।