প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবাগত পুলিশ সুপার শহীদ আবু সাঈদের সমাধিস্থলে সালাম ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করলেন

মাটি মামুন রংপুর : গত ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে সালাম ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কুশলাদি ও মত বিনিময় করেন।  এসময় সেখানে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রংপুর; মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, রংপুরসহ পীরগঞ্জ উপজেলার বাবনপুর(জাফরপাড়া) এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন