ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

দুমকিতে সরকারি বৈদ্যুতিক লাইনের মারলিন তার চুরি আটক ২

মোঃ রানা, পটুয়াখালী প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ

দুমকিতে সরকারি বৈদ্যুতিক লাইনের মারলিন তার চুরি আটক ২।
পটুয়াখালীর দুমকীতে ৩৩ কেভি বন্ধ সরকারি বৈদ্যুতিক লাইনের মারলিন তার চুরি কালে মিজানুর রহমান হাওলাদার(৩০) ও মোঃ রুবেল গাজী(২৩) নামে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।বুধবার(৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পশ্চিম আংগারিয়ার পায়রা ব্রিক ফিল্ডের সামনে মেইন রাস্তার পাশে স্থাপিত ৩৩ কেভি বন্ধ লাইন থেকে ৪৫ মিটার (১৫০ ফুট) মারলিন তার “মূল্য অনুমান ৩০,০০০/- টাকা” কেটে চুরি করে নিয়া যাওয়ার সময় স্থানীয় লোকজন মালামাল সহ হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিয়ে তাদের কাছে সোপর্দ করা হয়।মারলিন তারসহ আটক মিজানুর রহমান হাওলাদার পটুয়াখালী জেলা সদররের বদরপুর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে এবং মোঃ রুবেল গাজী বহালগাছিয়া এলাকার মোঃ আলম গাজী’র ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলার শিরোনামকে জানান, তাদের নামে ধারা-৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা হয়েছে। যার নং- ০৪। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।