প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দুমকিতে সরকারি বৈদ্যুতিক লাইনের মারলিন তার চুরি আটক ২

দুমকিতে সরকারি বৈদ্যুতিক লাইনের মারলিন তার চুরি আটক ২।
পটুয়াখালীর দুমকীতে ৩৩ কেভি বন্ধ সরকারি বৈদ্যুতিক লাইনের মারলিন তার চুরি কালে মিজানুর রহমান হাওলাদার(৩০) ও মোঃ রুবেল গাজী(২৩) নামে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।বুধবার(৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার পশ্চিম আংগারিয়ার পায়রা ব্রিক ফিল্ডের সামনে মেইন রাস্তার পাশে স্থাপিত ৩৩ কেভি বন্ধ লাইন থেকে ৪৫ মিটার (১৫০ ফুট) মারলিন তার “মূল্য অনুমান ৩০,০০০/- টাকা” কেটে চুরি করে নিয়া যাওয়ার সময় স্থানীয় লোকজন মালামাল সহ হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিয়ে তাদের কাছে সোপর্দ করা হয়।মারলিন তারসহ আটক মিজানুর রহমান হাওলাদার পটুয়াখালী জেলা সদররের বদরপুর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে এবং মোঃ রুবেল গাজী বহালগাছিয়া এলাকার মোঃ আলম গাজী’র ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বাংলার শিরোনামকে জানান, তাদের নামে ধারা-৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা হয়েছে। যার নং- ০৪। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন