ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
পাবনা সদর হাসপাতালে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু, লাশ রেখে পালাল সঙ্গীরা
পাবনা সদর হাসপাতালে এক অজ্ঞাত ব্যাক্তির (22) মৃত্যু হয়েছে । মারা যাওয়ার পর পরই যারা তাকে ভর্তি করেছিল তাদের খোঁজ করে পাওয়া যায়নি ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কে বা কারা এম্বুলেন্সে করে উক্ত ব্যক্তি কে নিয়ে এসে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে । ভর্তির সময় টিকিটের উপর একটি নাম ও একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয় ।দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে ।
তার পর থেকে অনেক খুঁজেও মৃত ব্যক্তির কোন ওয়ারিশ পাওয়া যায়নি । এমন কি ভর্তির সময়ে যে নাম ব্যবহার করা হয়েছিল সেটা ছিল ভুয়া ।
উল্লিখিত মোবাইল নম্বর টিও বন্ধ ছিল ।হাসপাতালের ওয়ার্ড বয় জাহাঙ্গীর জানান,
দুপুরের দিকে রায়হান নামক এক ব্যক্তি তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করে । ভর্তির সময়ে রোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল ।
পরে দুইটার দিকে মারা গেলে রেজিস্টার বুকে ব্যবহৃত নাম ঠিকানায় খোঁজ করে কোন ওয়ারিশ পাওয়া যায়নি । ঠিকানা এবং মোবাইল নম্বর ভুয়া ছিল । পরবর্তীতে পাবনা সদর থানায় জানানো হলে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
মেডিসিন বিভাগের হালিমা জানান, মৃত্যুর কারন হিসেবে অজ্ঞাত পয়জনের কথা উল্লেখ করা হয়েছে ।
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।
আপনার মতামত লিখুন :