প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাবনা সদর হাসপাতালে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু, লাশ রেখে পালাল সঙ্গীরা

পাবনা সদর হাসপাতালে অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু, লাশ রেখে পালাল সঙ্গীরা
পাবনা সদর হাসপাতালে এক অজ্ঞাত ব্যাক্তির (22) মৃত্যু হয়েছে । মারা যাওয়ার পর পরই যারা তাকে ভর্তি করেছিল তাদের খোঁজ করে পাওয়া যায়নি ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কে বা কারা এম্বুলেন্সে করে উক্ত ব্যক্তি কে নিয়ে এসে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে । ভর্তির সময় টিকিটের উপর একটি নাম ও একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয় ।দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে ।
তার পর থেকে অনেক খুঁজেও মৃত ব্যক্তির কোন ওয়ারিশ পাওয়া যায়নি । এমন কি ভর্তির সময়ে যে নাম ব্যবহার করা হয়েছিল সেটা ছিল ভুয়া ।
উল্লিখিত মোবাইল নম্বর টিও বন্ধ ছিল ।হাসপাতালের ওয়ার্ড বয় জাহাঙ্গীর জানান,
দুপুরের দিকে রায়হান নামক এক ব্যক্তি তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করে । ভর্তির সময়ে রোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল ।
পরে দুইটার দিকে মারা গেলে রেজিস্টার বুকে ব্যবহৃত নাম ঠিকানায় খোঁজ করে কোন ওয়ারিশ পাওয়া যায়নি । ঠিকানা এবং মোবাইল নম্বর ভুয়া ছিল । পরবর্তীতে পাবনা সদর থানায় জানানো হলে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
মেডিসিন বিভাগের হালিমা জানান, মৃত্যুর কারন হিসেবে অজ্ঞাত পয়জনের কথা উল্লেখ করা হয়েছে ।
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন