ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

আজ অনিরুদ্ধ শুভ জন্মদিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪, ১:১০ অপরাহ্ণ

শুভ জন্মদিন বাবা ।শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন, শুভ হোক পথচলা, এই সুখের দিনটি তোমার জীবণে বারবার ফিরে আসুক এই শুভ কামনা রইলো।তোমার জন্য তোমার পি মনির ভালোবাসা সারাজীবন একই ভাবে থাকবে সোনা অনেক বড় হও। শুদ্ধ কৃষ্ণ ভক্ত হও।হরে কৃষ্ণ বগুড়া জেলার অন্তরগত – গ্রাম:হাট করমজা থানা: সোনাতলা , জেলা:বগুড়া।অনিরুদ্ধ পিতা :অনন্ত কুমার।মাতা: জগন্নাথ দেবীদাসি।হাটিহাটি পাপা করে আজকে তুমি ২য় বর্ষে পা রাখলে সোনা। আজকের এই দিনে তুমি তোমার পিতা মাতার বুক জুড়ে এসে ছিলে দুনিয়ায়।আগামী দিন গুলো উজ্জল হয়ে উঠুক এটাই সকলের আর্শিরবাদ।সাগরের ঢেউ, ফুলের সুগন্ধ, রাতের তারারাসবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে।শুভ জন্মদিন।সমুদ্রের গভীর থেকে নয়,নিলীমার নীল থেকে নয়,সাগরের জল থেকে নয়,অন্তরের গভীরথেকে বলছি তোমায় শুভ জন্মদিন।তোমার জন্য  প্রার্থনা করি, যেন তোমার ১২ মাস  আনন্দের,৫২ সপ্তাহ  খুশির,৩৬৫ দিন   সাফল্যের,৮৭৬০ ঘণ্টা  সুস্বাস্থ্য,আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের হয়,শুভ জন্মদিন ।