প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

আজ অনিরুদ্ধ শুভ জন্মদিন

শুভ জন্মদিন বাবা ।শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন, শুভ হোক পথচলা, এই সুখের দিনটি তোমার জীবণে বারবার ফিরে আসুক এই শুভ কামনা রইলো।তোমার জন্য তোমার পি মনির ভালোবাসা সারাজীবন একই ভাবে থাকবে সোনা অনেক বড় হও। শুদ্ধ কৃষ্ণ ভক্ত হও।হরে কৃষ্ণ বগুড়া জেলার অন্তরগত – গ্রাম:হাট করমজা থানা: সোনাতলা , জেলা:বগুড়া।অনিরুদ্ধ পিতা :অনন্ত কুমার।মাতা: জগন্নাথ দেবীদাসি।হাটিহাটি পাপা করে আজকে তুমি ২য় বর্ষে পা রাখলে সোনা। আজকের এই দিনে তুমি তোমার পিতা মাতার বুক জুড়ে এসে ছিলে দুনিয়ায়।আগামী দিন গুলো উজ্জল হয়ে উঠুক এটাই সকলের আর্শিরবাদ।সাগরের ঢেউ, ফুলের সুগন্ধ, রাতের তারারাসবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে।শুভ জন্মদিন।সমুদ্রের গভীর থেকে নয়,নিলীমার নীল থেকে নয়,সাগরের জল থেকে নয়,অন্তরের গভীরথেকে বলছি তোমায় শুভ জন্মদিন।তোমার জন্য  প্রার্থনা করি, যেন তোমার ১২ মাস  আনন্দের,৫২ সপ্তাহ  খুশির,৩৬৫ দিন   সাফল্যের,৮৭৬০ ঘণ্টা  সুস্বাস্থ্য,আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যের হয়,শুভ জন্মদিন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন