ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার আটক ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মারুফ হাসান (১২) নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১২। এপ্রিল বৃহস্পতিবার সকালে মরদেহটি উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরী বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাংক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত মারুফ হাসান পাশ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। ঈদের ছুটি উপলক্ষে সে তার নিজ বাড়ি তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামে আসে।গত শুক্রবার ৫ এপ্রিল বিকেল ৩ টায় সে পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয়। ওই দিনই মারুফ হাসানের বাবা মোশারফ হোসেন তাড়াশ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর র‌্যাব-১২ এর সদস্যরা মারুফ হাসানকে উদ্ধারে জন্য অভিযান চালায়। মারুফকে অপহরন করা হয়েছে এই সন্দেহে তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে আবুল হাশেম, রফিকুল ইসলাম, আল-আমিন নামে তিন যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে অপহরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুক ও কাউসার হোসেন নামে আরো দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। কি কারনে মাদ্রসার ছাত্রকে অপহরন করে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে র‌্যাব। এঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।