প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে মারুফ হাসান নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার আটক ৫

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মারুফ হাসান (১২) নামের অপহৃত এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১২। এপ্রিল বৃহস্পতিবার সকালে মরদেহটি উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরী বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাংক থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত মারুফ হাসান পাশ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। ঈদের ছুটি উপলক্ষে সে তার নিজ বাড়ি তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামে আসে।গত শুক্রবার ৫ এপ্রিল বিকেল ৩ টায় সে পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয়। ওই দিনই মারুফ হাসানের বাবা মোশারফ হোসেন তাড়াশ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর র‌্যাব-১২ এর সদস্যরা মারুফ হাসানকে উদ্ধারে জন্য অভিযান চালায়। মারুফকে অপহরন করা হয়েছে এই সন্দেহে তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে আবুল হাশেম, রফিকুল ইসলাম, আল-আমিন নামে তিন যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে অপহরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওমর ফারুক ও কাউসার হোসেন নামে আরো দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। কি কারনে মাদ্রসার ছাত্রকে অপহরন করে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে র‌্যাব। এঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন