ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

আরএমপিতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ

Open photo

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো মানিক (৪৩), মো: শাকিল হোসেন মিঠু (৩৫), মো: সাইফুল ইসলাম (৩২), মো: নয়ন (২৯), মো: সাইদুল ইসলাম (৪৫), মো: আনারুল ইসলাম (৩০), মো: পিয়ারুল ইসলাম (৩২) ও মো: হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। জানা যায়,গতকাল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীতে উবিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়া জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত দেড়টার দিকে রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ২৭ ফেব্রুয়ারি /২০২৪ ফোন: ০১৭৬১-৮৯৯১১৯