প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আরএমপিতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

Open photo

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলো মানিক (৪৩), মো: শাকিল হোসেন মিঠু (৩৫), মো: সাইফুল ইসলাম (৩২), মো: নয়ন (২৯), মো: সাইদুল ইসলাম (৪৫), মো: আনারুল ইসলাম (৩০), মো: পিয়ারুল ইসলাম (৩২) ও মো: হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। জানা যায়,গতকাল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীতে উবিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়া জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত দেড়টার দিকে রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ২৭ ফেব্রুয়ারি /২০২৪ ফোন: ০১৭৬১-৮৯৯১১৯

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন