গাইবান্ধা জেলা সাঘাটা থানা ডিমলা পদুম শহর দক্ষিণপাড়া গ্রামের কৃতি সন্তান মাও রেজওয়ান বিন আলতাফ। এর প্রতিষ্ঠান উলূমুল কুরআন মহিলা সালাফিয়্যাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল – তারিখ :২৯ ফেব্রুয়ারি ২৪ ইং রোজ: বৃহস্পতিবার সভাপতিত্ব করবেন- জানাব ইসহাক আলী আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকববেন জননেতা মাহমুদ হাসান রিপন,এমপি ( সাঘাটা – ফুলছড়ি ৩৩) আমন্ত্রিত প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, সাড়া বাংলার তরুন প্রজন্মের আলোকিত মুখ শায়েখ বাশার বিন হায়াত আলী সিরাজগঞ্জ, দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়েখ ইব্রাহিম বিন রইচ উদ্দিন, এম এম ট্রিপল কামিল বগুড়া। এ ছাড়াও আরো অন্যান স্থানীয় পোস্টারে বক্তারা বিষয় ভিত্তিক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে সকল মানুষ ধর্ম প্রাণ ভাই ও বোনদের দাওয়াত রইলো।
আপনার মতামত লিখুন :