প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ইসলামী মাহফিলে মুসলিম ভাই বোনদের প্রতি দ্বীনি দাওয়াত

গাইবান্ধা জেলা সাঘাটা থানা ডিমলা পদুম শহর দক্ষিণপাড়া গ্রামের কৃতি সন্তান মাও রেজওয়ান বিন আলতাফ। এর প্রতিষ্ঠান উলূমুল কুরআন মহিলা সালাফিয়্যাহ মাদ্রাসার বার্ষিক মাহফিল – তারিখ :২৯ ফেব্রুয়ারি ২৪ ইং রোজ: বৃহস্পতিবার সভাপতিত্ব করবেন- জানাব ইসহাক আলী আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকববেন জননেতা মাহমুদ হাসান রিপন,এমপি ( সাঘাটা – ফুলছড়ি ৩৩) আমন্ত্রিত প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, সাড়া বাংলার তরুন প্রজন্মের আলোকিত মুখ শায়েখ বাশার বিন হায়াত আলী সিরাজগঞ্জ, দ্বিতীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শায়েখ ইব্রাহিম বিন রইচ উদ্দিন, এম এম ট্রিপল কামিল বগুড়া। এ ছাড়াও আরো অন্যান স্থানীয় পোস্টারে বক্তারা বিষয় ভিত্তিক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে সকল মানুষ ধর্ম প্রাণ ভাই ও বোনদের দাওয়াত রইলো।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন