ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

জেলা ৩১৫ বি১ এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের গ্রান্ড রেলি সফলতার সাথে সম্পন্ন

✒ ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ৷ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণ

জেলা ৩১৫ বি১ এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের গ্রান্ড রেলি সফলতার সাথে সম্পন্ন।  ২০২৩ , সুশৃঙ্খল, এই কালার ফুল রেলিটি সম্পন্ন হয়েছ একজন সফল ও দূরদর্শী লায়ন নেতা মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান স্যারের অক্লান্তিক প্রচেষ্টা ও হার না মানা মনোনবল। ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস হিসেবে এবং তারই ধারাবাহিকতায় দেশের এই পরিস্থিতিতেও তার প্রচেষ্টায় ও সংশ্লিষ্ট লায়ন নেতৃবৃন্দদের সহযোগিতায় এই মেগা ইভেন্ট খুজে পেলো তার কালারফুল রুপ। রেলি কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানায় ডিস্ট্রিকের কেবিনেট সেক্রেটারি ,কেবিনেট ট্রেজারার , অক্টোবর সার্ভিস চেয়ারম্যান, রেলি কমিটির চেয়ারম্যান,লায়ন ও লিও নেতৃবৃন্দদের। জেলার এক হাজার লায়ন লিওর উপস্থিতিতে এত সুন্দর একটি রেলি পরিবেশিত হলো যা প্রত্যেকের অন্তরে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বর্তমান জেলা গভর্নর ও প্রাক্তন জেলা গভর্ণর বৃন্দদের। তাহাদের সরব উপস্থিতিতে মেগা ইভেন্ট -২৩ এন রেলিটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।