প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জেলা ৩১৫ বি১ এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের গ্রান্ড রেলি সফলতার সাথে সম্পন্ন

জেলা ৩১৫ বি১ এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের গ্রান্ড রেলি সফলতার সাথে সম্পন্ন।  ২০২৩ , সুশৃঙ্খল, এই কালার ফুল রেলিটি সম্পন্ন হয়েছ একজন সফল ও দূরদর্শী লায়ন নেতা মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান স্যারের অক্লান্তিক প্রচেষ্টা ও হার না মানা মনোনবল। ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস হিসেবে এবং তারই ধারাবাহিকতায় দেশের এই পরিস্থিতিতেও তার প্রচেষ্টায় ও সংশ্লিষ্ট লায়ন নেতৃবৃন্দদের সহযোগিতায় এই মেগা ইভেন্ট খুজে পেলো তার কালারফুল রুপ। রেলি কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানায় ডিস্ট্রিকের কেবিনেট সেক্রেটারি ,কেবিনেট ট্রেজারার , অক্টোবর সার্ভিস চেয়ারম্যান, রেলি কমিটির চেয়ারম্যান,লায়ন ও লিও নেতৃবৃন্দদের। জেলার এক হাজার লায়ন লিওর উপস্থিতিতে এত সুন্দর একটি রেলি পরিবেশিত হলো যা প্রত্যেকের অন্তরে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বর্তমান জেলা গভর্নর ও প্রাক্তন জেলা গভর্ণর বৃন্দদের। তাহাদের সরব উপস্থিতিতে মেগা ইভেন্ট -২৩ এন রেলিটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন