ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
পঞ্চগড় প্রতিনিধি মোঃ আল মামুনঃ
জানা যায়, গত বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বড়ভাই ইয়াকুব আলীর সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশ বুধবার সকালে বিরোধের জেরে ছোট ভাই আব্দুল মমিনের মারধরে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহম্মেদ দৈনিক কলম যোদ্ধা কে বলেন, ‘রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের মারধরে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।’
আপনার মতামত লিখুন :