প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পঞ্চগড়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পঞ্চগড় প্রতিনিধি মোঃ আল মামুনঃ

পঞ্চগড়ের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই ইয়াকুব আলী (৮৩) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

জানা যায়, গত বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বড়ভাই ইয়াকুব আলীর সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশ বুধবার সকালে বিরোধের জেরে ছোট ভাই আব্দুল মমিনের মারধরে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহম্মেদ দৈনিক কলম যোদ্ধা কে বলেন, ‘রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের মারধরে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন