ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
তারে নিয়ে কইতে কথা
মজা লাগে ভারি
কোমরের মাপ কেমুন তার
কেমনে পরে শাড়ি ?
যতই কুকথা বানায়ে কমু
মিথ্যা ভুরি ভুরি
পাবলিক যে বিনোদন পাইব
তার নাইকো কোন জুড়ি!
কার লগে শুইছে কয়বার
ছড়াইতে অসুবিধা কি?
একটু যদি স্মার্ট হয়
আগুনে পরবো ঘি!
লাটাই আছে আমগো হাতে
যতই ওড়াক ঘুড়ি
গুজব ছড়ায় মজাক বানামু
ছুঁড়ি হোক বা বুড়ি!
যত বড় ভার্সিটির সার্টিফিকেট
থাকুক তার
চরিত্রের সার্টিফিকেটটা
আমরাই লিখতে পারি
কারন ? আবার জিগায়?
কারন-সে তো নারী!
আপনার মতামত লিখুন :