প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সে তো নারী!

তারে নিয়ে কইতে কথা
মজা লাগে ভারি
কোমরের মাপ কেমুন তার
কেমনে পরে শাড়ি ?
যতই কুকথা বানায়ে কমু
মিথ্যা ভুরি ভুরি
পাবলিক যে বিনোদন পাইব
তার নাইকো কোন জুড়ি!
কার লগে শুইছে কয়বার
ছড়াইতে অসুবিধা কি?
একটু যদি স্মার্ট হয়
আগুনে পরবো ঘি!
লাটাই আছে আমগো হাতে
যতই ওড়াক ঘুড়ি
গুজব ছড়ায় মজাক বানামু
ছুঁড়ি হোক বা বুড়ি!
যত বড় ভার্সিটির সার্টিফিকেট
থাকুক তার
চরিত্রের সার্টিফিকেটটা
আমরাই লিখতে পারি
কারন ? আবার জিগায়?
কারন-সে তো নারী!

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন