ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

নওগাঁর রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার । নওগাঁর রাণীনগরে ১০০ গ্রাম গাঁজাসহ মো: শাওন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে শাওনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের আহাদ আলীর ছেলে। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, শাওন একজন মাদক ব্যবসায়ী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন গোপন খবর আসে থানা পুলিশের কাছে। এরপর তাকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি অভিযানিক দল গাঁজাসহ শাওনকে গ্রেফতার করে। এ সময় শাওনের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, রাতেই শাওনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।