প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার । নওগাঁর রাণীনগরে ১০০ গ্রাম গাঁজাসহ মো: শাওন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের স্টেশন এলাকা থেকে শাওনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের আহাদ আলীর ছেলে। রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, শাওন একজন মাদক ব্যবসায়ী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে এমন গোপন খবর আসে থানা পুলিশের কাছে। এরপর তাকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি অভিযানিক দল গাঁজাসহ শাওনকে গ্রেফতার করে। এ সময় শাওনের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, রাতেই শাওনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন