ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মহিউদ্দিন তালুকদার
সত্যের বুকে যেন আজ লেগেছে চৈত্রের খরা
কি দিব উপহার তোমায়, চারিদিকে
অন্যায়-অত্যাচারের তাবিদার l
চলছে অন্যায় আর জুলুম,
বলছে ,নীতিকথা বেমালুম
অন্তরে লুকায়িত আসল কথা ,
লিখছে না কেউ সত্য কথাl
গাচ্ছেনা কেউ সাম্যের গান,
সত্য যেন হয়ে উঠেছে অরণ্য রোদনl
টাকার পাহাড় এ বন্দি হয়ে আছে,
যেন ন্যায় দণ্ডের বিধান ,
অসহায় নিপীড়িত মানুষ
ভুগছে, দুকেদুকে জানে না সন্তলন,
খোদার দরবারে হাত তোলে করছে কাকুতি
চাইছে বিচার, কে ধরিবে হাল কে ধরিবে পাল
হিম্মত আছে কার l
হে নওজোয়ান ধরণীর পাল সত্যের বহিঃপ্রকাশ,
দেখাও তোমার তেজশ্রী কলমের ধার
মহান তোমার পেশা রাখো তুমি তাহার মান,
বজ্রকন্ঠে আওয়াজ তোলো ,
ন্যায়ের পক্ষে কলম ধরো l
নত যেন না হয় তোমার শিড়l
তবেই তুমিইতো মহান কলম সাংবাদিক ll
উৎসর্গঃ সকল সাংবাদিক ভাই
আপনার মতামত লিখুন :