প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মহান তুমি কলম সাংবাদিক কবি ও সাংবাদিক,

মহিউদ্দিন তালুকদার

সত্যের বুকে যেন আজ লেগেছে চৈত্রের খরা
কি দিব উপহার তোমায়, চারিদিকে
অন্যায়-অত্যাচারের তাবিদার l
চলছে অন্যায় আর জুলুম,
বলছে ,নীতিকথা বেমালুম
অন্তরে লুকায়িত আসল কথা ,
লিখছে না কেউ সত্য কথাl
গাচ্ছেনা কেউ সাম্যের গান,
সত্য যেন হয়ে উঠেছে অরণ্য রোদনl
টাকার পাহাড় এ বন্দি হয়ে আছে,
যেন ন্যায় দণ্ডের বিধান ,
অসহায় নিপীড়িত মানুষ
ভুগছে, দুকেদুকে জানে না সন্তলন,
খোদার দরবারে হাত তোলে করছে কাকুতি
চাইছে বিচার, কে ধরিবে হাল কে ধরিবে পাল
হিম্মত আছে কার l
হে নওজোয়ান ধরণীর পাল সত্যের বহিঃপ্রকাশ,
দেখাও তোমার তেজশ্রী কলমের ধার
মহান তোমার পেশা রাখো তুমি তাহার মান,
বজ্রকন্ঠে আওয়াজ তোলো ,
ন্যায়ের পক্ষে কলম ধরো l
নত যেন না হয় তোমার শিড়l
তবেই তুমিইতো মহান কলম সাংবাদিক ll

উৎসর্গঃ সকল সাংবাদিক ভাই

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন