ঢাকা বুধবার ১৬ই এপ্রিল, ২০২৫
কেউ ভালোবাসে না
চিঠি আর আসে না।
পোস্ট বাক্সে আজ মরিচা ধরা,
হয়তো কেউ এসে
একদিন বলবে,বাক্সটা সরা।আহারে চিঠিতে পাওয়া যেত
কত বিনোদন,
চাঁদনী রাতে লিখলে চিঠি বন্ধুর কাছে
ভাল হত মন।সকাল হলেই চিঠি পোস্ট করা,
ভয়ে ভয়ে থাকতে হতো,
পরিবারের কাছে যদি
খেতে হয় ধরা।অপেক্ষা আর অপেক্ষা
চিঠির উত্তর আসবে কবে,
এভাবেই শৈশবের দিনগুলো
কেটেছে কতজনের
চণ্ডীদাস রজকিনী সেজে চিঠি লিখে ভবে।বাক্সগুলো হয়তো একদিন
রাস্তার পাশে নয়,জাদুঘরে রবে,
জাদুকরের সাথেই হয়তো আবার মিতালি হবে।।
আপনার মতামত লিখুন :