প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চিঠি আর আসেনা

কেউ ভালোবাসে না
চিঠি আর আসে না।
পোস্ট বাক্সে আজ মরিচা ধরা,
হয়তো কেউ এসে
একদিন বলবে,বাক্সটা সরা।

আহারে চিঠিতে পাওয়া যেত
কত বিনোদন,
চাঁদনী রাতে লিখলে চিঠি বন্ধুর কাছে
ভাল হত মন।

সকাল হলেই চিঠি পোস্ট করা,
ভয়ে ভয়ে থাকতে হতো,
পরিবারের কাছে যদি
খেতে হয় ধরা।

অপেক্ষা আর অপেক্ষা
চিঠির উত্তর আসবে কবে,
এভাবেই শৈশবের দিনগুলো
কেটেছে কতজনের
চণ্ডীদাস রজকিনী সেজে চিঠি লিখে ভবে।

বাক্সগুলো হয়তো একদিন
রাস্তার পাশে নয়,জাদুঘরে রবে,
জাদুকরের সাথেই হয়তো আবার মিতালি হবে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন