প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

চিঠি আর আসেনা

কেউ ভালোবাসে না
চিঠি আর আসে না।
পোস্ট বাক্সে আজ মরিচা ধরা,
হয়তো কেউ এসে
একদিন বলবে,বাক্সটা সরা।

আহারে চিঠিতে পাওয়া যেত
কত বিনোদন,
চাঁদনী রাতে লিখলে চিঠি বন্ধুর কাছে
ভাল হত মন।

সকাল হলেই চিঠি পোস্ট করা,
ভয়ে ভয়ে থাকতে হতো,
পরিবারের কাছে যদি
খেতে হয় ধরা।

অপেক্ষা আর অপেক্ষা
চিঠির উত্তর আসবে কবে,
এভাবেই শৈশবের দিনগুলো
কেটেছে কতজনের
চণ্ডীদাস রজকিনী সেজে চিঠি লিখে ভবে।

বাক্সগুলো হয়তো একদিন
রাস্তার পাশে নয়,জাদুঘরে রবে,
জাদুকরের সাথেই হয়তো আবার মিতালি হবে।।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন