ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
সাঘাটা থানা পুলিশ গত ইং ১২/১১/২০২৩ তারিখ রাত্রী ১১.২৫ মি: সাঘাটা থানার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামের ধৃত আসামী মোখলেস এর বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ০১. মো: মোখলেস (৬০) পিতা: মৃত ফরজ উল্লা ব্যাপারী সাং- খামার ধনারুহা থানা: সাঘাটা জেলা : গাইবান্ধাকে গ্রেপ্তার করা হয়। উক্ত সময়ে আসামীর বাড়ী তল্লাশী করে ৪০০ গ্রাম শুকনা গাজা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :