প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় গত রাতে ৪০০ গ্রাম শুকনা গাজা উদ্ধার আসামী গ্রেফতার

সাঘাটা থানা পুলিশ গত ইং ১২/১১/২০২৩ তারিখ রাত্রী ১১.২৫ মি: সাঘাটা থানার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামের ধৃত আসামী মোখলেস এর বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ০১. মো: মোখলেস (৬০) পিতা: মৃত ফরজ উল্লা ব্যাপারী সাং- খামার ধনারুহা থানা: সাঘাটা জেলা : গাইবান্ধাকে গ্রেপ্তার করা হয়। উক্ত সময়ে আসামীর বাড়ী তল্লাশী করে ৪০০ গ্রাম শুকনা গাজা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন