ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাবতলীর তেলিহাটায় রাধাগোবিন্দ লীলাকীর্তন অনুষ্ঠিত

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

আহসান হাবিব শিবলু, বগুড়া।

বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকারপাড়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি আলোক চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।

এছাড়াও অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি সম্পাদক শফিক শাহিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলজার,
পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান জ্যাক, যুবনেতা শিপন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার ও হিরু, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সেলিম সরকারসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোরশেদ মিল্টন তার বক্তব্যে বলেন—
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী এই শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলাকীর্তন । বাঙালি সংস্কৃতির মূল শক্তি হলো ঐক্য আর সহাবস্থান। বিএনপি সর্বদা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আনন্দ আমাদের আনন্দ, আপনাদের কষ্ট আমাদের কষ্ট। আসুন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলি।