প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীর তেলিহাটায় রাধাগোবিন্দ লীলাকীর্তন অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, বগুড়া।

বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকারপাড়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আয়োজনে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি আলোক চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।

এছাড়াও অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি সম্পাদক শফিক শাহিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলজার,
পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান জ্যাক, যুবনেতা শিপন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার ও হিরু, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সেলিম সরকারসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোরশেদ মিল্টন তার বক্তব্যে বলেন—
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী এই শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলাকীর্তন । বাঙালি সংস্কৃতির মূল শক্তি হলো ঐক্য আর সহাবস্থান। বিএনপি সর্বদা সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আনন্দ আমাদের আনন্দ, আপনাদের কষ্ট আমাদের কষ্ট। আসুন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন