রাসেলের দেয়ালিকা দুরন্ত স্বভাবের ছোট্ট রাসেলের বাবা -মায়ের আদর স্নেহে বাড়ছিল তাহার প্রাণ। মায়ের বুকে হাতটি রেখে,ঘুমাইত প্রতি রাতেই, গুলির আওয়াজে ঘুমটি ভাঙলে হাতড়ালে তাঁহার বাবা-মা নেইতো পাশে। পাশ ফিরিয়া পাহিলো দেখিতে রক্তে রঞ্জিতে পড়ে আছে মেঝেতে জড়িয়ে সুজন প্রাণের মুজিব সহ পুরো পরিবারখান প্রাণ সঞ্চায় মৃত প্রায়,রক্তের স্রোত বয়ে যায়। ভয়ে ভয়ে রাসেল যায়, জননীর আঁচল তরে হিংস্রদের সামনে পড়লেই ঝাঁঝরা করলো শিশু রাসেলকে। তুমি মুজিব পুুুত্র থাকবে বেঁচে হাজারো শিশুর মতো উজ্জ্বল প্রদীপে।
আপনার মতামত লিখুন :