প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাসেলের দেয়ালিকা

রাসেলের দেয়ালিকা  দুরন্ত স্বভাবের ছোট্ট রাসেলের বাবা -মায়ের আদর স্নেহে বাড়ছিল তাহার প্রাণ। মায়ের বুকে হাতটি রেখে,ঘুমাইত প্রতি রাতেই, গুলির আওয়াজে ঘুমটি ভাঙলে হাতড়ালে তাঁহার বাবা-মা নেইতো পাশে। পাশ ফিরিয়া পাহিলো দেখিতে রক্তে রঞ্জিতে পড়ে আছে মেঝেতে জড়িয়ে সুজন প্রাণের মুজিব সহ পুরো পরিবারখান প্রাণ সঞ্চায় মৃত প্রায়,রক্তের স্রোত বয়ে যায়। ভয়ে ভয়ে রাসেল যায়, জননীর আঁচল তরে হিংস্রদের সামনে পড়লেই ঝাঁঝরা করলো শিশু রাসেলকে। তুমি মুজিব পুুুত্র থাকবে বেঁচে হাজারো শিশুর মতো উজ্জ্বল প্রদীপে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন