ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫

সাঘাটায় তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

✒ সাঘাটা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ

সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার পাইলট বালক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগ উঠেছে। এসময় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কারের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি মোবাইল ফোন। পরীক্ষা কেন্দ্রের সচিব মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।এদিকে, বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত হল পরিদর্শককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, নকলমুক্ত পরিবেশে সাঘাটার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।