প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার পাইলট বালক উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগ উঠেছে। এসময় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কারের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে তিনটি মোবাইল ফোন। পরীক্ষা কেন্দ্রের সচিব মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।এদিকে, বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত হল পরিদর্শককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, নকলমুক্ত পরিবেশে সাঘাটার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন