মো রাকিবুল ইসলাম ভাংগুড়া প্রতিনিধি: পাবনার ভাংগুড়ার খান মরিচ ইউনিয়ন এর চন্ডিপুর বাজার এ চলছে পিঠার আমেজ।এবং এখানে পাওয়া যাচ্ছে একদম খাটি গুড়। প্রতি দিন গুড় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা । গুড় ব্যবসায়ীরা আরও জানান । সব মাসের চিয়ে শীত মাসে আমাদের গুড় বিক্রি হয় বেশি । তাছাড়াও তারা আরো জানান প্রতি বছরের চেয়ে এ বছরে গুড় বিক্রির সংখ্যা অনেক বেড়েছে। প্রতিদিন তারা নিজের খেজুর গাছের রস দিয়ে নিজেই তৈরি করেন একদম খাঁটি খেজুরের গুড় । তারা আরো চ্যালেঞ্জ করে জানান আমাদের গুড়ে কোনো ভেজাল মেসানো হয় না।
আপনার মতামত লিখুন :