প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

এই শীতে ভাংগুড়ায় চলছে গুড়ের পিঠার আমেজ

Open photoOpen photoOpen photoOpen photo
মো রাকিবুল ইসলাম ভাংগুড়া প্রতিনিধি: পাবনার ভাংগুড়ার খান মরিচ ইউনিয়ন এর চন্ডিপুর বাজার এ চলছে পিঠার আমেজ।এবং এখানে পাওয়া যাচ্ছে একদম খাটি গুড়। প্রতি দিন গুড় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা । গুড় ব্যবসায়ীরা আরও জানান । সব মাসের চিয়ে শীত মাসে আমাদের গুড় বিক্রি হয় বেশি । তাছাড়াও তারা আরো জানান প্রতি বছরের চেয়ে এ বছরে গুড় বিক্রির সংখ্যা অনেক বেড়েছে। প্রতিদিন তারা নিজের খেজুর গাছের রস দিয়ে নিজেই তৈরি করেন একদম খাঁটি খেজুরের গুড় । তারা আরো চ্যালেঞ্জ করে জানান আমাদের গুড়ে কোনো ভেজাল মেসানো হয় না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন