প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের অনুষ্ঠিত

লালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের অনুষ্ঠিত । নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনায় ২৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৬ দিন ব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর-২৩) সকাল ১১ টায় দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিএই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, লালপুর থানার ওসি তদন্ত বেনজির আহমেদ,আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান, মেডিকেল অফিসার দিলরুবা মজুমদার প্রমুখ। এ সময় স্বাগত বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খন্দকার শরীফুল ইসলাম তিনি বলেন,সেবা সপ্তাহে উপজেলায় স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে উঠান বৈঠক, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ, গ্রহীতা সমাবেশ, যুব বয়সের সদস্যদের নিয়ে সম্মেলনসহ নানবিধ কার্যক্রম সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্য সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে বলে। এ সময় স্থায়ী ও অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয় গ্রহীতাদের। পদ্ধতি গুলোর নাম টিউবেকটমি, ভ্যাসিকটোমি, আইইডি ,ইমপ্লান্ট, বড়ি, কন্ডম, ইনজেকশন ও গর্ভবতী সেবা কিশোর কিশোরীর সেবা সাধারণ রোগী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন