রাজশাহীর ডিবি কর্তৃক ৩০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার ২ । গত ১৯ নভেম্বর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দিঘলকান্দি গ্রাম হতে সকাল ০৬:৫০ টায় দুইজন মাদক ব্যবসায়ীকে ৩০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: আশরাফুল ইসলাম (২৫) ও মোছা: মর্জিনা বেগম (৪৫)। মো: আশরাফুল ইসলাম নাটোর জেলাধীন নাটোর সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মো: নুরু মন্ডলের পুত্র এবং মোছা: মর্জিনা বেগম রাজশাহী জেলার পুঠিয়া থানার দিঘলকান্দি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত ইয়াদ উল্লাহর কন্যা। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: আঃ রহিম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ১৯ নভেম্বর ২০২৩ খ্রি. সকাল ০৬:০০ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দিঘলকান্দি হতে শিশুতলাগামী কাঁচা রাস্তার ওপর জনৈক রাজিবের কলা বাগানের পশ্চিম পাশে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: আঃ রহিম ও সঙ্গীয় ফোর্স-সহ সকাল ০৬:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৬:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: আশরাফুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত কালো জিন্স প্যান্টের সামনের ডান পার্শ্বের পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ২৫ গ্রাম এবং মোছা: মর্জিনা বেগমের নিকট হতে একটি সাদা স্ব”ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ০৫ গ্রাম- সহ তাদেরকে গ্রেফতার করে। প্রসঙ্গত উল্লেখ্য অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: আব্দুল হামিদ (৩২), পিতা-রহিম মন্ডল, সাং-ডাঙ্গাপাড়া, থানা- নাটোর সদর, জেলা-নাটোর ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: আশরাফুল ইসলাম, মোছা: মর্জিনা বেগম এবং পলাতক অভিযুক্ত মো: আব্দুল হামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।