প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে ‌ভূমির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে ‌ভূমির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ

বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে ‌ভূমির উপর দিনব্যাপী এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে স্থানীয় খুলনা সিএসএস আভা সেন্টার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় ।

সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও খুলনা -৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ(এমপি) । আলোকিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.সঞ্জয় চৌধুরী, অবঃপ্রাপ্ত শিক্ষক অর্থনীতিবিদ আনোয়ার হোসেন, সমাজ-সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা পত্রিকার সহকারী সম্পাদক মোঃ মাকসুদ আলী, দৈনিক খুলনা পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ হেদায়েতুল সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদার ,সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম, বুলু রায় গাঙ্গুলী,আশা লতা ঢালী সহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন