প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির উন্নয়ন লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির উন্নয়ন লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ নারায়ণগঞ্জ উক্ত আলোচনা সভায় জন কল্যাণমূখি কাজে সকল সদস্যদের আহবান জানানো হয়েছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোহাম্মদ নুর আলম আকন্দ, মো: মনিরুল হক মনির সাধারণ সম্পাদক, মো: রুহুল আমিন মন্ডল সাংগঠনিক সম্পাদক, মো: কবির হোসেন কোষাধ্যক্ষ, মো: জোবায়ের শাকুর জুবরাজ দপ্তর সম্পাদক, ফাতেমা আক্তার মাহমুদা ইভা প্রচার সম্পাদক, মিসেস কুমকুম মহিলা বিষয়ক সম্পাদিকা, আবদুল করিম, জুথি সদস্য প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন