প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনায় মোবাইল কোর্ট করে জরিমানা

মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-

খুলনার বৈকালি বাজার ও খালিশপুর নেভিগেট এলাকায় মোবাইল কোর্ট করে জরিমানা আদায়। খুলনার বিএসটিআই এর সার্বিক সহযোগিতায় ২০ নভেম্বর রোজ সোমবার বৈকালি বাজার ও খালিশপুর নেভিগেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এসময় বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বিক্রি ও লোগো ব্যবহার করায় মেসার্স এম এম বেকারি ও মেসার্স বি কে বি বেকিং স্কুল নামক দুটি প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট আইনের ধারায় জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানগুলোকে ইতোপূর্বে এ বিষয় সতর্ক করা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন