প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রুমায় পানিতে ডুবে নিখোঁজ এক বযস্ক নারী

বান্দরবানের রুমায় সোমবার সকাল সাড়ে ১০ টায় রুমা বাজার ঘাটে সাঙ্গু নদের গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে এক বযস্ক নারী।
তার নাম- লালঠামোয়ান বম ওরফে মিনতি ত্রিপুরা(৭৫) এবং রুমা ইউপি এলাকা বাসিন্দা।

রুমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-কর্মকর্তা জানান, পানিতে ডুবে নিখোঁজ নারীকে উদ্ধারের কার্যক্রম সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয় এবং এখনো চলমান। আগামিকাল সকালেও উদ্ধার কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্যমতে, এঘাটে প্রতি বছর দু- একজন পানিতে ডুবে মারা যায। প্রত্যেকবার পানিতে ডুবে নিখোঁজ ২৪ ঘন্টার পর লাশ উদ্ধার হয়ে যায়। এই হিসেব নিখোঁজ লাশটি আগামীকাল মঙ্গলবার যে কোনো সময় উদ্ধার করা যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বলেন ফায়ার সার্ভিসের লোকজনের পাশাপাশি স্থানীয়রাও পানিতে ডুবে নিখোঁজ নারীকে উদ্ধার কাজ করছে।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক পানিতে ডুবে নিখোঁজ হবার স্থান পরিদর্শন করেন। তিনি বলেন ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

শৈহ্লাচিং মারমা
রুমা প্রতিনিধি, বান্দরবান।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন